সেরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে স্বাগতম!

সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন (সেরা) একটি অরাজনৈতিক বেসরকারী উন্নয়ন সংগঠন হিসেবে দুই যুগের অধিককাল যাবত সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত নারী পুরুষের আর্থ-সামাজিক অবস্থার স্থায়ীত্বশীল উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করছে। সেরা বিশ্বাস করে যে, দেশের সার্বিক উন্নয়নের জন্য, স্বনির্ভরতা অর্জনের জন্য মানব সম্পদ উন্নয়ন উন্নয়নের কোন বিকল্প নেই। সে বিশ্বাস থেকেই সেরা তার জন্মলগ্ন থেকে প্রশিক্ষণ কার্যকমের উপর গুরুত্ব দিয়ে আসছে। কেননা প্রশিক্ষণই হচ্ছে মানবসম্পদ উন্নয়ন তথা দক্ষ জনবল তৈরির প্রধান মাধ্যম।

সেরা যুবসমাজ তথা কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কল্পে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে “সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা করে। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিবন্ধন নিয়ে বিভিন্ন ট্রেডে (শর্ট কোর্স-৩৬০ ঘণ্টা) জীবন-জীবিকা কেন্দ্রীক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। যাদের সহযোগিতায় আমরা এগুচ্ছি তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করছি।

উক্ত কার্যক্রম আরও সম্প্রসারণ এবং জোরদার করণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।


আসসালামু আলাইকুম, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। যার সুফল আমরা সকলেই ভোগ করছি। এ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে রূপান্তর এর একটি বড় উদাহরণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা। এর জন্য সার্বজনীন শিক্ষাই শুধু না কারিগরি শিক্ষায় শিক্ষিত একটি দক্ষ জনশক্তি অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে ‘সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট’ বিভিন্ন ট্রেডে ছাত্র-ছাত্রীদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছে। যার মধ্যে কম্পিউটারের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ অন্যতম। এছাড়াও মোবাইল সার্ভিসিং, বিউটিফিকেশন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং কোর্স গুলোও আমরা সাফল্যের সাথে পরিচালনা করে আসছি। সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ থাকলে আমাদের কার্যক্রম আরোও বেগবান করা সম্ভব। পরিশেষে সকলকে আমাদের প্রতিষ্ঠানটিতে একবার ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।

ভর্তি চলছে!

Social Media

Links & Partnerships